দৃষ্টিভঙ্গি (Aspect) ও প্রভাব (Impact) কি?
পরিবেশগত নিরীক্ষা (Environmental Audit) বা অন্যান্য নিরীক্ষা (Others Audit) গুলোতে দুটি শব্দ প্রায় শুনে থাকি প্রথমটি হলো দৃষ্টিভঙ্গি (Aspect), দ্বিতীয়টি হলো প্রভাব (Impact)।
আসুন সহজ ভাবে জানি, দৃষ্টিভঙ্গি (Aspect), প্রভাব (Impact) কাকে বলে।
দৃষ্টিভঙ্গি (Aspect) হলো যে কর্মকান্ডের দ্বারা পরিবেশ বা অন্য কোন মাধ্যমকে প্রভাবিত করে তাকে বলা হচ্ছে দৃষ্টিভঙ্গি (Aspect)। যেমনঃ বায়ু নির্গমন, বর্জ্য এবং প্রাকৃতিক সম্পদ এবং উপকরণ ব্যবহার ইত্যাদি।
প্রভাব (Impact) হলো যে কর্মকান্ডের দ্বারা পরিবেশ বা অন্য কোন মাধ্যমকে ক্ষতিগ্রস্ত বা উপকৃত করে তাকে বলা হচ্ছে প্রভাব (Impact)। যেমনঃ বায়ু মন্ডলে তাপমাত্রা বৃদ্ধি, ভূমির জৈীবিক উপাদান নষ্ট ইত্যাদি।
Post a Comment