Header Ads

হ্যাজার্ড (Hazard) ও রিস্ক (Risk) কি?

আমরা প্রায় ‍দু’টি শব্দ শুনে থাকি বা তার সাথে আমরা সকলেই প্রায় পরিচিত শব্দ  দু’টি হলো হ্যাজার্ড (Hazard) ও  রিস্ক (Risk) এবং শব্দ দু’টির মধ্যে পার্থক্য নিয়ে একটু চিন্তায় পড়ি। তাই আসুন শব্দ দু’টির পার্থক্য জানি।

হ্যাজার্ড (Hazard) হলো যে উপকরণ এর দ্বারা ক্ষতি সাধিত হতে পারে তাকে বলা হচ্ছে হ্যাজার্ড (Hazard)। উদহারণ স্বরূপ হলোঃ বিদ্যুৎ, সেলাই মেশিন, অফিস, মোবাইল ইত্যাদি।

রিস্ক (Risk) হলো যে উপকরণটি আপনি ব্যবহার করছেন সেইটির দ্বারা উচ্চ বা লঘু দূর্ঘটনা ঘটতে পারে তাকে বলা হচ্ছে রিস্ক (Risk)।


1 comment: