দূর্ঘটনা (Accident), ঘটনা(Incident), খুব কাছাকাছি(Near Miss) কি?

1 minute read
2
আমরা কমপ্লায়েন্স পেশাজীবি প্রতিটি ব্যক্তি প্রায় তিনটি শব্দ শুনতে পায় আর তা হলো ১) দূর্ঘটনা (Accident), ২) ঘটনা(Incident), ৩) খুব কাছাকাছি(Near Miss)।


উক্ত বিষয়গুলো সর্ম্পকে বুঝতে হলে তার ব্যাপারে সংজ্ঞা জানা যাক;

১) দূর্ঘটনা (Accident): দূর্ঘটনা হলো এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা যা অপ্রত্যাশিতভাবে এবং অচেতন ভাবে ঘটে, যার ফলাফল দাড়ায় ক্ষতি বা আঘাত প্রকাশের মাধ্যমে।

২) ঘটনা(Incident): এটা কিছু ঘটনার একটি উদাহরণ মাত্র বা ঘটে গেছে কিন্তু তারদ্বারা কোন ফলাফল প্রকাশ পায়নি।

৩) খুব কাছাকাছি(Near Miss): এটি একটি সংকীর্ণভাবে এড়িয়ে যাওয়া দুর্ঘটনা বা দূর্ঘটনা ঘটতে পারতো, তাকে বলা হচ্ছে খুব কাছাকাছি(Near Miss)।


University Of Compliance সর্ম্পকে আপনাদের মতামত আমাদেরকে জানান যাতে করে আপনাদের প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করতে পারি। ধন্যবাদ



Post a Comment

2Comments
Post a Comment