Header Ads

Lidl Hong Kong Compliance & Sustainability Guideline COC

লিডল হংকং ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও তারা তুলনামূলক ভাবে একটি নতুন সংস্থা অন্যদের তুলনায়, তবে লিডল এর সম্ভাব্যতা তাদের ব্যবসায়িক স্কেলের ক্রমাগত সম্প্রসারণের মাধ্যমে দেখা যায়। আজ লিডল সারা বিশ্বের ১২ টিরও বেশি দেশ থেকে পণ্য ক্রয় করে থাকে তাদের মধ্যে সবচেয়ে বেশী ক্রয় করে এশিয়া মহাদেশ থেকে।
লিডল হংকং তাদের প্রতিনিধি মূলক কার্যালয় স্থাপন করেছে বাংলাদেশ এবং চায়নাতে। কার্যালয় স্থাপনের পিছনে যে কর্মকান্ড গুলো কাজ করে তা হলো উৎপাদন পর্যবেক্ষণ এর পাশাপাশি কমপ্লায়েন্স এর উপর তদারকির নিমিত্তে।
 
তারা ধারাবহিক ভাবে কাজ করতে চায় কর্মপরিবেশ নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে পণ্যের গুণগতমান উন্নয়নের জন্য।
 
আজ আপনাদের সামনে উপস্থাপন করা হলো লিডল এর কোড অব কন্ডাক। আশা করি তা আপনাদের কে সাহায্য করবে অডিট এর প্রস্তুতি নিতে।






No comments