amfori BSCI Monitoring Report

1 minute read
0

শেখার সুযোগ: amfori BSCI অডিট রিপোর্টের অর্ন্তগত বিষয় হলো অডিটি প্রতিষ্ঠানের তথ্য এবং মূল্যায়নের সকল Performance Area. অডিট রিপোর্টটি টেকসই এবং ক্রমাগত উন্নতির পথকে ডিজাইন করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।


রিপোর্টটির মাধ্যমে আপনি সমাপ্তকৃর্ত অডিট এর পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাবেন। যেখানে প্রতিটি Performance Area-এর জন্য আলাদা ভাবে গ্রেড উল্লেখ করা থাকে। উল্লেখ্য থাকে যে, অডিট এর বিস্তারিত বিষয়গুলো দেখতে হলে amfori BSCI ওয়েব সাইট দেখতে হবে, যা প্রতিটি কোম্পানির জন্য নিধারিত থাকে।

Audit report picture Ref: https://www.bobo-tissue.com/Uploads/image/20220519/1652921659269664.png


ওয়েব সাইট থেকে এক্সপোট করা PDF রিপোর্টে নিন্মের বিষয় গুলো ফরমেট আকারে উল্লেখ থাকে:-

• Monitoring data: 

  • Name of monitored party 
  • amfori ID 
  • Name of the site 
  • Site amfori ID 
  • Address of the site 
  • Monitoring activity 
  • Monitoring type 
  • Submission and expiration dates 

• Overall rating 

• Section ratings 

• General description 

• Site details 

• Metrics 

• Findings

ওয়েব সাইট থেকে কোম্পানি এবং কোম্পানিকৃত অনুমোদতিত (linked member) সংযুক্ত সদস্যরা PDF রিপোর্ট ডাউনলোড করতে পারেন।


Audit Opening Meeting: ওপেনি মিটিং-এর মধ্যে দিয়ে অডিট এর প্রাথমিক পদক্ষেপ শুরু হয় এবং একজন অডিটর নিধারিত কার্যবলী তালিকা অনুসরণ করে মনিটরিংকে সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য। 


Closing meeting and findings report: ক্লোজিং মিটিং অডিটের সমাপ্ত নির্দেশ করে। 

  • এখানে অডিটর সুযোগ ব্যবহার করে থাকে বর্তমান Findings বের করার জন্য internal অডিট হতে। (যদি তা থাকে)
  • Good practices গুলো নির্দেশ এবং improvements এরিয়া গুলোকে চিহ্নিতকরণ সহ  পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে সর্ম্পকিত নির্দেশনা।
  • অডিটি হিসাবে কোম্পানির যদি কোন প্রকার প্রশ্ন থাকে অডিট সর্ম্পকিত বা Findings সর্ম্পকিত সেই বিষয়গুলো জানা এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে সর্ম্পকিত নির্দেশনা।


Signing the findings report: অডিটি প্রাথমিক রিপোর্টে স্বাক্ষরটি বোঝায় না যে অডিটরের  বিষয়বস্তুর সাথে একমত। এটি স্বীকার করে যে অডিট সঠিক পদ্ধতিতে পরিচালিত হয়েছে।

চাইলে অডিটি অনুরোধ করতে পারেন যে অডিটর সমাপনী বৈঠকে করা মন্তব্যগুলিকে ফলাফল প্রতিবেদনে একত্রিত করতে।

অডিটি এবং অডিটর প্রত্যেকে একটি করে প্রাথমিক রিপোর্টের কপি রাখেন। 


Online report: অডিট শেষ হওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে অডিট রিপোর্টটি ওয়েবসাটে পাওয়া যাবে এবং তা ডাউনলোড করতে আপনাকে লগইন তথ্য ব্যবহার করতে হবে।




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)