Header Ads

আইসিএস (ICS) অডিট সর্ম্পকিত তথ্য

আইসিএস (ICS) একটি আর্ন্তজাতিক সেক্টরভিক্তি সংস্থা এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কর্ম পরিবেশ সুন্দর করা। যারা আর্ন্তজাতিক বাজারে পন্য সরবরাহ করে তাদের একীভূত বিক্রেতা এবং ব্যান্ডে।

আইসিএস (ICS) এর বর্তমানে ৭০টি আর্ন্তজাতিক বিক্রেতা এবং ব্যান্ড রয়েছে যারা টেক্সটাইল, ফুটওয়্যার, ইলেক্ট্রনিকস এবং আসবাব পত্রের ব্যবসার সাথে একীভূত।


আইসিএস এর সদস্যগণ সার্বজনীন পদ্ধতি অনুসরন করে তাদের অডিট প্রক্রিয়ার ক্ষেত্রে এবং অবদান রাখে অডিট হ্রাস এর জন্য সেই সাথে তাদের অর্জিত জ্ঞান শেয়ার করে সব চেয়ে ভাল কর্ম পরিবেশ তৈরী জন্য।


আইসিএস (ICS) বর্তমানে সারা বিশ্বে ১১টি অডিট কোম্পানির সাথে কাজ করে তাদের অডিট পরিচালনার জন্য। আইসিএস (ICS) দ্বারা পরিসংখ্যানগত সূচক এবং তুলনামূলক বিশ্লেষণের পাশাপাশি আইসিএস (ICS) সদস্যদের সহযোগীগণের পর্যালোচনার মাধ্যমে নিরীক্ষার মান পর্যবেক্ষণ করা হয়।



আইসিএস (ICS) এর নিজস্ব দুইটি আচরণ বিধি (Code of Conduct) রয়েছে, একটি সামাজিক বিষয়ের উপর এবং অপরটি হলো পরিবেশগত, যা বিভিন্ন ভাষায় অনুবাদ করা। আপনাদের সুবিধার জন্য বাংলায় আচরণ বিধিটি দুইটি ডাউনলোড করে নিতে পারেন।





অপর দিকে এই অডিটের (Audit) জন্য  (Factory) কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে তার উপরে একটি নিদের্শনা মূলক বই রয়েছে এবং অডিটের ব্যাপারে সুন্দর ভাবে উপস্থান করা হয়েছে। নিন্মে দেওয়া হলো আপনাদের সুবিধার নিমিত্তে।
























No comments